সেতুতে নেই সংযোগ সড়ক, দুর্ভোগে মানুষ

"এই ব্রিজটা দুই বৎসর তরি আমাগোরে ভোগাইতে আছে।”
সেতুতে নেই সংযোগ সড়ক, দুর্ভোগে মানুষ

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশার আরসিসি গার্ডার সেতুর সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক গ্রামের মানুষকে।

এই সেতুটির কাজ অনেক আগে শেষ হলেও এখনো সংযোগ সড়ক তৈরি হচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয়রা।

বীরপাশা গ্রাম ঘুরে দেখা যায়, ঝুঁকিপূর্ণ কাঠের তক্তা দিয়ে বানানো মইয়ের সাহায্যে সেতুতে উঠতে হচ্ছে। বৃষ্টি হলে এ সেতু পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

ফজলু খাঁ নামক স্থানীয় এক ব্যক্তি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই ব্রিজটা দুই বৎসর তরি আমাগোরে ভোগাইতে আছে, আমরা বাউফল যাইতে পারি না, বগা যাইতে পারি না, কালাইয়া যাইতে পারি না কোনোদিগে যাইতে পারি না। এই ব্রিজটার জন্য আমরা অনেক কষ্টতে আছি। অনেকে ঠ্যাং ভাঙছে, হাত ভাঙছে।"

মনজুর আলম মৃধা নামে একজন বলেন, "ছাত্র-ছাত্রীরা ঠিকমতো স্কুল-কলেজে যেতে পারে না। সেনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়, কনকদিয়া হাইস্কুল, কনকদিয়া কলেজ, সরদার বাড়ি প্রাইমারি স্কুল এবং পালপাড়া প্রাইমারি স্কুলে যেতে এই পথ ব্যবহার করতে হয়।"

আবুল বশার নামে এক মুদি দোকানদার বলেন, "এই ব্রিজের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যও অনেক কষ্ট করে চালাতে হচ্ছে। আমরা চাই ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়।"

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: পটুয়াখালী।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com