দুই দিনব্যাপী মার্শাল আর্ট ভিত্তিক এই খেলায় চারটি দলে ভাগ হয়ে একশত ১৫ জন উশু শিক্ষার্থী অংশ নেয়।
Published : 12 Oct 2023, 07:26 PM
কক্সবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো উশু চ্যাম্পিয়নশীপ।
জেলা শহরের রুহুল আমিন স্টেডিয়ামের ইনডোরে এই চ্যাম্পিয়নশীপের আয়োজন করে চাইনিজ উশু স্কুল কক্সবাজার।
দুই দিনব্যাপী মার্শাল আর্ট ভিত্তিক এই খেলায় চারটি দলে ভাগ হয়ে একশত ১৫ উশু শিক্ষার্থী অংশ নেয়।
এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানের সমাপনী দিনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলকে ক্রেস্ট এবং অংশ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
প্রতিবেদকের বয়স: ১০। জেলা: কক্সবাজার।