’জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।’
Published : 30 Jan 2024, 02:54 PM
কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।
শুক্রবার সকালে জেলা শহরের একটি রেস্তোরাঁর হল রুমে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক নুরে সফুরা ফেরদৌস।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক হাসান আলী।
কর্মশালায় প্রশিক্ষণ দেন হ্যালোর সহ সম্পাদক সাদিক ইভান।
গত অক্টোবরে একই বিষয়ে তিন দিনের কর্মশালায় অংশ নেওয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুষ্টিয়া।