’অন্যের বাসায় কাজ করে টাকা জমিয়ে তিন হাজার টাকা পুঁজি নিয়ে তিনি এই ব্যবসা শুরু করেন। এখন রোজ তার পাঁচশ থেকে আটশ টাকা লাভ হয়।’
Published : 31 Jan 2024, 07:19 PM
স্বামীর মৃত্যুর পর ক্ষুদ্র পুঁজির ব্যবসা করে সংসারের হাল ধরেছেন হাওয়া বানু নামের বাগেরহাটের এক নারী।
পাঁচ সদস্যের পরিবারের খরচ বহন করার জন্য মাছ বিক্রিকে বেছে নেন তিনি।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাওয়া জানান, ক্যান্সারে আক্রান্ত স্বামীর চিকিৎসার খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়েছেন তিনি। এরপর যে এক খণ্ড জমি ছিল তা বিক্রি করে দিতে হয়েছে মানসিক রোগে আক্রান্ত ছেলের চিকিৎসা করাতে গিয়ে। কোনো কূল -কিনারা না পেয়ে মাছের ব্যবসা শুরু করেন তিনি।
হ্যালোকে তিনি বলেন, "আমার স্বামী নাই, মারা গেছে ক্যান্সারে। ছেলে পাগল (মানসিক রোগী)। আমি কাজ না করলে কে আমাকে খাওয়াবে?"
অন্যের বাসায় কাজ করে টাকা জমিয়ে তিন হাজার টাকা পুঁজি নিয়ে তিনি এই ব্যবসা শুরু করেন। এখন রোজ তার পাঁচশ থেকে আটশ টাকা লাভ হয়।
নিজের আয়ে আনন্দ আছে এবং ছেলে-মেয়ে নিয়ে এখন না খেয়ে থাকা লাগে না বলে জানান তিনি।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: বাগেরহাট।