
অটোরিকশা চালিয়ে পরিবারে অর্থের জোগান দেয় সাগর শিকদার নামে খুলনার এক শিশু।
সাগরের বয়স এখন ১৮ ছুঁইছুঁই। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে পঞ্চম শ্রেণিতেই তাকে ছাড়তে হয় স্কুল।
খুলনা শহরে তাকে নিয়মিত অটোরিকশা চালাতে দেখা যায়। তাকে দেখলে মনে হয় বেঁচে থাকার তাগিদে ক্লান্ত-অবসন্ন শরীরে জোর করেই সে পরিশ্রম করে যাচ্ছে।
সাগর হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “বাপ মরার পর মা’রে দেখতে হইতেছে, নিজেরেও দেখতে হইতেছে। সারাদিন অটো চালাইয়া দৈনিক চার-পাঁচশ টাকা কামাই। অল্প বয়সেই এমনে চলা লাগছে, কিছু করার নাই।“
খুলনার জোড়াগেট সিএমবি কলোনি এলাকায় ছোট একটি ভাড়া বাসায় মা’কে নিয়ে থাকে সাগর। দৈনিক আয়ে কোনো রকমে টেনেটুনে চলে তাদের সংসার।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।