'প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বিদ্যার জন্য বাণী দেবীর আরাধনা করে সনাতন ধর্মাবলম্বীরা।'
Published : 11 Feb 2024, 02:15 PM
সরস্বতী পূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার মৃৎশিল্পীরা।
জেলার বিভিন্ন মন্দির ও পাল পাড়া ঘুরে মৃৎশিল্পীদের প্রতিমা তৈরি ব্যস্ত থাকতে দেখা যায়। মাটি, খড় ও বাঁশ দিয়ে প্রতিমার অবয়ব তৈরি করেন শিল্পীরা। তারপর হয় রং তুলির কাজ।
প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বিদ্যার জন্য বাণী দেবীর আরাধনা করে সনাতন ধর্মাবলম্বীরা।
সরস্বতী বিদ্যার দেবী বলে মন্দিরের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহ্যগতভাবে এই পূজার আয়োজন করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুষ্টিয়া।