
বিপদে সুরক্ষিত থাকার জন্য আত্মরক্ষার কৌশল শিখছে কুড়িগ্রামের কিশোর কিশোরীরা।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ জেলার বিভিন্ন স্থানে কিশোর কিশোরীদের এই প্রশিক্ষণ দিচ্ছে।
জানা যায়, কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, চর হরিকেশ ও হলোখানাসহ পাঁচ স্থানে ইতোমধ্যে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রশিক্ষক খাজা ইউনুস ইসলাম ইদুল হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, “সকল শিশু ও কিশোরীদের আত্মরক্ষার কৌশল শেখা অনেক প্রয়োজন। বিশেষ করে মেয়েরা যখন বাইরে যায় তখন নানা ভাবে হয়রানির শিকার হয়। তাদের যদি এই কৌশল জানা থাকে তাহলে ভালো হয়। শুধু আত্মরক্ষা নয় বরং শিশু -কিশোরীদের শারীরিক বিকাশের জন্যও কারাতে শেখা প্রয়োজন।”
আত্মরক্ষার প্রশিক্ষণ পেয়ে খুশি অংশগ্রহণকারী কিশোর কিশোরীরা।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।