শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ‘কাব-ক্যাম্পুরী’ (ভিডিওসহ)

৬২টি প্রাথমিকের স্কাউট শিক্ষার্থীদের নিয়ে দশম কাব-ক্যাম্পুরীর আয়োজন করা হয়।

নেত্রকোণায় হয়ে গেল স্কাউটের কাব-ক্যাম্পুরী।

সদর উপজেলার ২০১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬২টি প্রাথমিকের স্কাউট শিক্ষার্থীদের নিয়ে দশম কাব-ক্যাম্পুরীর আয়োজন করে বাংলাদেশ স্কাউটসের সদর উপজেলা শাখা।  

আয়োজকরা জানান, শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে টানা পাঁচ দিনব্যাপী এই কাব-ক্যাম্পুরীতে প্রতিটি স্কুল ইউনিট থেকে ছয়জন করে মোট ৩৭২ জন শিক্ষার্থী, ৬২ জন কাব লিডার ও ২২জন কাব কর্মকর্তা অংশ নেয়।

শিক্ষার্থীরা এই দিনগুলোতে সকাল সাড়ে ৫টায় শরীর চর্চা দিয়ে শুরু করে রাত ১০টা পর্যন্ত খেলাধুলা, সাধারণ জ্ঞান চর্চা, প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় কাজ, প্রাথমিক চিকিৎসা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা কাজের মধ্য দিয়ে কাটায়।

টিম লিডার মাসুদুল হক হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “শিশুরা ভাতৃত্ববোধ শিখবে, ব্যায়াম শিখবে, শৃঙ্খলা শিখবে। শারীরিক বিকাশের জন্যে দরকার, মানসিক বিকাশ করবে। কিছু কলাকৌশল শিখানো হয় যা তাদের পরবর্তী জীবনে অনেক কাজে লাগবে।”

মহাতাবু জলসা ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয় কাব-ক্যাম্পুরীর এই মিলন মেলা।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: নেত্রকোণা।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com