সাতক্ষীরায় স্কুলে পিঠা ও সাংস্কৃতিক উৎসব (ভিডিওসহ)

"এটার মূল উদ্দেশ্য হলো আমাদের বাচ্চাদেরকে এক্সট্রা কারিকুলামগুলোতে উদ্বুদ্ধ করা।"

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যেগে হয়ে গেল দুই দিনব্যাপী পিঠা ও সাংস্কৃতিক উৎসব।

উদ্যোক্তা ও শিক্ষার্থীরা পঞ্চাশটির বেশি পিঠার স্টল দেয়। উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শাহরিয়ার নাজিম নামে এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "পিঠা উৎসবে এসে আমার অনেক ভালো লাগছে এবং এটা আমার স্কুলের অনুষ্ঠান আমরা স্টল নিছি। অনেক সুন্দর হইছে।"

রাজ নামে এক শিক্ষার্থী বলছিল, "আমি আজকে আমাদের স্কুলের পিঠা উৎসবে এসেছি। আমি অনেক পিঠা খেয়েছি, আমার খুবই ভালো লাগছে। আমি অনেক রকম পিঠা দেখেছি স্কুলে। যে পিঠা আমি অন্যদিন দেখিনি। অনেক পিঠা উঠেছে। আমরাও একটা পিঠার স্টল দিয়েছি।"

করিম নামে এক শিক্ষার্থী বলে, "আমি খুব খুশি হয়েছি এবং আমি অনেক পিঠা খেয়েছি ও মজা করেছি।"

স্কুলটির সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান হ্যালোকে বলেন, "আমাদের স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি অন্য সাংস্কৃতিক কার্যক্রম এবং অন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সে তার কর্মসংস্থানের ব্যাপারে যেন উদ্বুদ্ধ হয়, এরকম একটা শিক্ষা দেওয়ার জন্য মুলত আয়োজনটা।"

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামাল উদ্দিন হ্যালোকে বলেন, "এটার মূল উদ্দেশ্য হলো আমাদের বাচ্চাদেরকে এক্সট্রা কারিকুলামগুলোতে উদ্বুদ্ধ করা।"

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com