নবীন বরণে স্কুলের মেধাবী শিক্ষার্থীরা পেল পুরস্কার (ভিডিওসহ)

বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী হতে হবে। শুধু বই পড়ে পরিপূর্ণ মানুষ হওয়া যায় না।

নেত্রকোণার কেন্দুয়া পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণের দিনে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।

দিনব্যাপী বিদ্যালয়ে প্রাঙ্গণে এই আয়োজনে শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বসিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালীর সভাপতিত্বে আয়োজনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল।

রোদসী নাম বিদ্যালয়ের এক শিক্ষার্থী অনুষ্ঠানটি সঞ্চালনা করে।

নবীন বরণের অনুষ্ঠানে অন্যদের সঙ্গে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া, কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রনেন সরকার।

বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী হতে হবে। শুধু বই পড়ে পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। 

প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী বলেন, “গানে গানে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয় সিনিয়র শিক্ষার্থীরা। অনুষ্ঠান মঞ্চে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্বারক তুলে দেন অতিথিরা। স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা করে।”

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com