সাতক্ষীরার স্কুলে নানা আয়োজনে নবীনদের বরণ (ভিডিওসহ)

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

গান, নৃত্য, ফুলেল শুভেচ্ছাসহ নানা আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়।

নবীন বরণের আয়োজনে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস। অতিথি ছিলেন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা দলগতভাবে কবিতা আবৃত্তি করে।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করে। সাংস্কৃতিক পরিবেশেনা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

নাইম ইবনে আরফিন নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "আজকে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখানে স্কুলের অনেক শিল্পীদের পারফরম্যান্স উপভোগ করেছি।"

তাহমিদ রহমান নামে এক শিক্ষার্থী বলে, "আজকে স্কুলের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জীবনে পড়ালেখার পাশাপাশি অনেক কিছু উন্নত করতে পেরেছি। ভিতরে যদি কোনো প্রতিভা থাকে তাহলে সেটাকে জাগ্রত করতে পেরেছি। এরকম প্রতিযোগিতার মাধ্যমে অন্যদের থেকে একধাপ এগিয়ে যাচ্ছি।"

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com