টাঙ্গাইলে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
শুক্রবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) রানুয়ারা খাতুন।
দিনব্যাপী এই কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ দেন সাংবাদিক আফরিন মিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন।
কর্মশালায় অংশ নেওয়া শিশু সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন বলে, "এই কর্মশালায় এসে আমি অনেক কিছু শিখেছি। আমি শিশু সাংবাদিকতা করতে চাই তাই এই কর্মশালায় অংশগ্রহণ করেছি।”
শিশু সাংবাদিক মাহমুদুল হাসান তানজিম বলে, "আমি শিশু অধিকার সম্পর্কে জেনেছি এই কর্মশালায় এসে। আমি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে লিখতে চাই।”
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: টাঙ্গাইল।