পড়ার ইচ্ছা মরে গেছে হৃদয়ের

বাবার আয়ে পরিবার খুব একটা চলে না। একটু ভালো জীবনযাপনের আশায় তাকেও যোগ দিতে হয় কাজে।
পড়ার ইচ্ছা মরে গেছে হৃদয়ের

পরিবারে অর্থের জোগান দিতে পড়াশোনার পাশাপাশি গ্যারেজে কাজ করে হৃদয় ব্যানার্জী নামে খুলনার এক কিশোর। কিন্তু এখন আর পড়াশোনায় আগ্রহ নেই তার।

আর ক’দিন পরই ১৮ তে পা দেবে হৃদয়। কিন্তু তার শৈশব কিংবা কৈশোর কোথাও আনন্দের স্মৃতি নেই বলে জানায় সে।

খুলনা রেলস্টেশনের প্ল্যাটফর্মে তার সঙ্গে কথা হয় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। একা নিশ্চুপ বসেছিল সে।

কথায় কথায় সে জানায়, তার ছোট বোন পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। বাবার আয়ে পরিবার খুব একটা চলে না। একটু ভালো জীবনযাপনের আশায় তাকেও যোগ দিতে হয় কাজে।

পড়াশোনা নিয়ে ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে হৃদয় বলে, "পড়ালেখা করে আর তেমন কী হবে। গ্যারেজে কাজ করেই টাকা পয়সা ইনকাম করব, বাড়িতে দিব। এই আর কী।”

স্থানীয় একটি কলেজে পড়াশোনা করলেও কাজের পর পড়াশোনায় মনযোগ আসে না বলেও জানায় সে।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com