খবরাখবর
বাগেরহাট পুলিশ লাইনস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (ভিডিওসহ)
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
টানা তিন বছর পর বাগেরহাট পুলিশ লাইনস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এই আয়োজনে অতিথি হয়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরিফুল ইসলামসহ আরও অনেকে।
সকালে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
দলগত প্রদর্শনী, মশাল প্রজ্জ্বলন ও কুচকাওয়াজের পর বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ছিল- বিস্কুট দৌড়, ব্যাঙ লাফ, যেমন খুশি তেমন সাজো, বল সংগ্রহ ও পোশাক পড়ার প্রতিযোগিতা।
স্কুলের শিক্ষক, অতিথি ও অভিভাবকদের জন্যও ছিল বিশেষ খেলা প্রতিযোগিতা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তিন বছর পর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।