দোকান উপহার পেলেন ফুটবলার মাসুরার বাবা (ভিডিওসহ)

সাতক্ষীরার সদর উপজেলার বিনেরপোতা এলাকায় মাসুরার বাড়ি থেকে ডিসেম্বর মাসে ভ্যান চুরির ঘটনা ঘটে।

সাফ শিরোপাজয়ী ফুটবলার মাসুরা পারভীনের বাবা রজব আলীর ভ্যান চুরির ঘটনার পর মুদি দোকান উপহার পেলেন তিনি।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাবেক সভানেত্রী ও সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা তাকে দোকানটি উপহার দিয়েছেন। ভ্যান হারানোর খবর গণমাধ্যমে প্রচার হলে তিনি এগিয়ে আসেন।

সাতক্ষীরার সদর উপজেলার বিনেরপোতা এলাকায় মাসুরার বাড়ি থেকে ডিসেম্বর মাসে ভ্যান চুরির ঘটনা ঘটে। সাফ জয়ের পর মাসুরা তার বাবাকে ভ্যানটি কিনে দিয়েছিলেন। রজব আলী এই ভ্যানে ফলমূল-সবজি বিক্রি করতেন।

ভ্যান হারিয়ে দিশেহারা রজব আলীকে সাতক্ষীরা সদর থানা পুলিশ জব্দকৃত একটি ভ্যান নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেননি। তিনি জানিয়ে দেন নিজের ভ্যানই চান তিনি।  

স্থানীয় এক ব্যক্তি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন, “রজব আলীর মতো মানুষকে আমাদের সম্মান করা দরকার। এবং তাদেরকে যেন আমরা সমাজ থেকে হারিয়ে যেতে না দেই। রজব আলীর ভ্যানটি যদি হারিয়ে যায় তাহলে শুধু আমরা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হই না আমাদের কৈয়ফিয়তের দা আরও বেড়ে যায়।”

প্রতিবেদক: তাসকিন আহমেদ (১৭), অগ্রঃ-বিসর্গ (১৩), সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com