নেত্রকোণায় নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন (ভিডিওসহ)

নেত্রকোণা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াচে অংশ নিয়ে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক।

নেত্রকোণায় দিনব্যাপী নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন শেষে স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

জেলা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ স্মৃতি ফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ ও নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান।

এরপর নেত্রকোণা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াচে অংশ নিয়ে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক।

এছাড়াও জেলা জজ আদালত প্রাঙ্গণে অস্থায়ী স্মৃতি সৌধে জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

নেত্রকোণা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com