
সিরাজগঞ্জে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবে শিশু শিল্পীদের নাচ দেখে মুগ্ধ দর্শনার্থীরা।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে জেলার শাহজাদপুরে কবির স্মৃতিধন্য কাছারি বাড়িতে তিন দিনব্যাপী আয়োজনে আগত দর্শনার্থীরা শাহজাদপুর নৃত্য একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনা দেখে প্রশংসা করেন।
শ্রাবণের গগনের গায়ে, দেখো দেখো শুকতারা, শীতের হাওয়াও লাগল নাচন ও বিভিন্ন রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে নেচে রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তন মুখরিত করে রাখে এই শিশুরা।
শাহজাদপুর নৃত্য একাডেমির পরিচালক ফাহমিদা ফুয়াদ ফ্লোরা জানান আয়োজনের প্রতিদিনই এই শিশু শিল্পীরা নাচ করে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সিরাজগঞ্জ।