এবারের কর্মশালায় ২৪ জন শিশু-কিশোর ও তরুণ অংশ নেয়।
Published : 31 Jan 2025, 09:53 PM
রাজধানীতে শিশু-কিশোর ও তরুণদের নিয়ে দ্বিতীয় ধাপে আয়োজিত তিন দিনের ‘অ্যাডভোকেসি দক্ষতা উন্নয়ন’ কর্মশালা শেষ হয়েছে।
শুক্রবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়।
এসময় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন সংবাদমাধ্যমটির ডেপুটি চিফ রিপোর্টার মঈনুল হক চৌধুরী ও জ্যেষ্ঠ প্রতিবেদক ফয়সাল আতিক।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষণ দেয় সংস্থাটির ইয়ুথ অ্যাডভোকেট ও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক গার্গী তনুশ্রী পাল।
এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রশ্ন করার দক্ষতা, মতামত প্রকাশের গুরুত্ব এবং নিজ নিজ সম্প্রদায়ের সমস্যা চিহ্নিত করার কৌশল শিখেছে। একইসঙ্গে এসব সমস্যা সমাধানে কার্যকরী উপায় উদ্ভাবন ও প্রয়োগের প্রস্তুতিও নিয়েছে তারা।
এবারের কর্মশালায় ২৪ জন শিশু-কিশোর ও তরুণ অংশ নেয়।
এর আগে ২০২৪ সালের ২২ নভেম্বর প্রথম ধাপে ‘অ্যাডভোকেসি দক্ষতা উন্নয়ন’ কর্মশালা শুরু হয়। দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয় ২০ ডিসেম্বর। পরদিন ২১ ডিসেম্বর কর্মশালার সমাপ্তি ঘটে।
প্রতিবেদক: কে. এম. ইফতেশাম ইসলাম (১৩), আনিকা রহমান মৌ (১৩), কাশফিয়া জান্নাত কুহু (১৪), মুশফিকা তাসনীন জাফিন (১৭), ঢাকা।