‘আগে স্কুলে টিউবওয়েল থাকলেও তার পানি লবণাক্ত ছিল বলে জানায় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।’
Published : 15 May 2024, 06:13 PM
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে সুপেয় পানির দুইটি ফিল্টার স্থাপন করা হয়েছে।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে এই ফিল্টার স্থাপন কার্যক্রমের সমন্বয় করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।
দুইটি স্কুলেই ফিল্টারের সঙ্গে ৬০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংক স্থাপন করা হয়।
আগে স্কুলে টিউবওয়েল থাকলেও তার পানি লবণাক্ত ছিল বলে জানায় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সিদরাতুল মুনতাহা নামের এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “নিজ নিজ বিদ্যালয়ের ভেতরে নিরাপদ পানির ব্যবস্থা পেয়ে আমরা খুব খুশি। আমাদেরকে এখন আর কষ্ট করে বাসা থেকে বিশুদ্ধ খাবার পানি নিয়ে আসতে হবে না।”
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।