বাগেরহাটে নানা আয়োজনে পর্যটন দিবস পালিত (ভিডিওসহ)

পর্যটকদের জন্য আনন্দঘন, নিরাপদ ও উপভোগ্য পরিবেশ তৈরি করতে পারলে বাগেরহাটে পর্যটকদের সংখ্যা বাড়বে এবং এই শিল্প বিকশিত হবে বলে মনে করেন তিনি।

বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি শোভাযাত্রা বের করে।

এই শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট-খুলনা মহাসড়কের প্রায় ছয় কিলোমিটার দূরে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে ষাট গম্বুজ মসজিদের দীঘির পাড়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, “পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হলে সবাইকে সচেতন হবে হবে। দেশি বিদেশি পর্যটকদের জন্য ভালো হোটেল মোটেল গড়ে তুলতে হবে। এই শিল্পের বিকাশ ঘটাতে আগ্রহী বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে।”

পর্যটকদের জন্য আনন্দঘন, নিরাপদ ও উপভোগ্য পরিবেশ তৈরি করতে পারলে বাগেরহাটে পর্যটকদের সংখ্যা বাড়বে এবং এই শিল্প বিকশিত হবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ খোন্দকার রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ প্রশাসনের কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে আখেরাত বয়াতির দল গান পরিবেশন করেন।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com