
নেত্রকোণায় অনুষ্ঠিত হলো চাকরির মেলা ও সনদ বিতরণী অনুষ্ঠান।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রকল্পের আওতায় শুটিং স্টার লিমিটেড এই মেলার আয়োজন করে।
জেলা পাবলিক হল প্রাঙ্গণে আয়োজিত মেলার স্টলগুলো ঘুরে দেখেন দর্শনার্থীরা।
এর আগে পাবলিক হলের কক্ষে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ নেওয়া তরুণ-তরুণীদের সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এর আগে ২০২০ সালে করোনাভাইরাসের প্রকোপের সময় শুরু হওয়া এই প্রকল্পের আওতায় দেশব্যাপী ৪০ হাজারেরও বেশি বেকার জনগোষ্ঠীর মাঝে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে নেত্রকোণায় প্রশিক্ষণের সুযোগ পান ৬০০ জন।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।