’জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।’
Published : 25 Jan 2024, 03:20 PM
নেত্রকোণায় তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা হয়েছে।
জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।
জেলার ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির হলরুমে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি লাভলু পাল চৌধুরী।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেরে জ্যেষ্ঠ সহ সম্পাদক সাদিক ইভান।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ২০ জন শিশু সাংবাদিক অংশ নেয়।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা