মেলা প্রাঙ্গণে স্টলগুলো ঘুরে দেখে দর্শনার্থীরা।
Published : 27 Jan 2025, 07:14 PM
পিঠাপুলির ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে নীলফামারীর ডোমার উপজেলার একটি স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ব্লু-স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নিজ ক্যাম্পাসে এই আয়োজন করে।
পিঠা উৎসবে ১৬টি স্টল দেয় শিক্ষার্থীরা। এসব স্টলে নিজেদের তৈরি হরেক পদের পিঠা বিক্রি করে তারা।
এই আয়োজনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মেলা প্রাঙ্গণে স্টলগুলো ঘুরে দেখে দর্শনার্থীরা। এসময় অনেকেই শিশু-কিশোরদের বানানো এসব পিঠা দিয়ে রসনাতৃপ্তি মেটায়।
আয়োজকেরা জানান, উৎসব কিংবা আপ্যায়নে পিঠাপুলি তৈরির যে ঐতিহ্য এই দেশে রয়েছে, এ সম্পর্কে শিক্ষার্থীদের ভালো করে জানার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নীলফামারী।