আগামী রোববার মেলা শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা বাড়ানো হতে পারে।
Published : 07 Jan 2025, 06:52 PM
ময়মনসিংহের কাচারীঘাটে চলছে তাঁতবস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা।
দেশীয় পণ্য নিয়ে বিভিন্ন জেলার উদ্যোক্তারা এতে অংশ নিয়েছেন।
ঘুরে দেখা যায়, মেলার বিভিন্ন স্টলে তাঁতবস্ত্র, কারু ও মৃৎশিল্পের বিভিন্ন সামগ্রী বিক্রি করা হচ্ছে।
বেচাবিক্রির পাশাপাশি শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গণে নাগরদোলাসহ বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রাখা হয়েছে।
জানা গেছে, আগামী রোববার মেলা শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা বাড়ানো হতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ময়মনসিংহ।