
চাঁপাইনবাবগঞ্জে শেখ কামাল দ্বিতীয় যুব গেমস অনুষ্ঠিত হয়েছে।
'বুকে হাত রেখে, বিজয়ীর বেশে, ছুঁয়ে দেব আসমান’ স্লোগান নিয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে জেলার বাচ্চু ডাক্তার স্টেডিয়াম মাঠে এই আয়োজন করা হয়।
যুব গেমসের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একে এম গালিভ খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি খন্দকার ইদ্রিস আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "খেলাধুলা এই জীবনের জন্য অনেক প্রয়োজন, আমরা খেলাধুলার প্রতি আগ্রহী থাকব।
"নারীরা আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ নারীরা সব ধরনের খেলায় অংশ করে সামনে এগিয়ে যাচ্ছে। নারীরা আজ ফুটবল খেলে দেশ বিদেশ থেকে কাপ নিয়ে আসছে। এতে দেশের অনেক সুনাম হচ্ছে।"
জেলা ও উপজেলা থেকে আসা মোট ১৫ স্কুলের নারী শিক্ষার্থীরা ব্যাডমিন্টন, ফুটবল ও বাস্কেটবল ইত্যাদি খেলায় অংশগ্রহণ করে।
ব্যাডমিন্টন খেলায় প্রথম স্থান অধিকারী মাইয়া আক্তার হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি নাচোল উপজেলা উচ্চ বিদ্যালয় থেকে এবারই প্রথম আসলাম এবং ব্যাডমিন্টন খেলায় অংশ করি। আশা করি এভাবে খেলে অনেক দূর এগিয়ে যাব।"
ফুটবলার নাজমা খাতুন শিউলি হ্যালোকে বলে, "মানুষ বলে ছেলেরা শুধু ফুটবল খেলতে জানে। এটা ভুল ধারণা। আজ আমাদের মতো মেয়েরা ফুটবল খেলে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।"
খেলা শেষে জেলা প্রশাসক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: চাঁপাইনবাবগঞ্জ।