
পৃথিবীর বিভিন্ন দেশে সাইকেল স্টান্ট জনপ্রিয় হলেও বাংলাদেশে এর কদর তেমন নেই। তবে এই সাইকেল স্টান্টকে জনপ্রিয় করতে চায় বাগেরহাটের একদল শিশু।
সম্প্রতি বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের বাইরে একদল শিশুকে সাইকেল নিয়ে বিভিন্ন কসরত করতে দেখা যায়।
সে সময় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় তাদের কয়েক জনের।
মুঈন নামের ১৪ বছর বয়সী এক কিশোর বলে, আমাদের দেশে স্টান্টকে নেগেটিভ ভাবে দেখা হয়। আমরা সকল প্রকার সেফটি মেনেই স্টান্ট করতে আসি। আমরা এটা পজেটিভ ভাবে দেখাতে চাই।"
সাইকেলের বিভিন্ন কসরতের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চায় আরেক কিশোর রমজান।
সে বলে, "স্টান্ট করতে পারলে নিজের কাছেই ভালো ফিল হয়। এই স্টান্ট দিয়েই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই।"
অনেকেই এটা নেতিবাচক চোখে দেখে জানিয়ে সে বলে, "স্টান্ট করার সময় পড়ে গিয়ে অনেকেই ব্যথা পায় বলে বড়রা এটাকে নেগেটিভভাবে নেয়। কিন্তু সেফটি গিয়ার পরে যদি আমরা স্টান্ট করি তাহলে ভালো হয়। সেফটি গিয়ার ফার্স্ট।"
গত বছর এম এস ভি জেড নামের একটি সাইকেল স্টান্ট গ্রুপের আয়োজনে বাগেরহাটে সর্বপ্রথম স্টান্ট শোয়ের আয়োজন করা হয়৷
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বাগেরহাট।