‘সরেজমিনে দেখা যায়, এই সড়কের গতিরোধকগুলোর গায়ে কোনো রঙ করা নেই। আশেপাশে কোনো সতর্কবাণীও লেখা নেই। যার ফলে এগুলো চালকদের চোখ এড়িয়ে যেতে পারে।’
Published : 14 Jan 2024, 03:39 PM
সিরাজগঞ্জের তাড়াশ থেকে খালকুলা বাজারের আঞ্চলিক রাস্তা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তায় বেশ কয়েকটি গতিরোধক বা স্পিড ব্রেকার রয়েছে।
কিন্তু ‘প্রয়োজনের চেয়ে’ বেশি এবং রঙহীন গতিরোধক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেছেন চালকরা।
সরেজমিনে দেখা যায়, এই সড়কের গতিরোধকগুলোর গায়ে কোনো রঙ করা নেই। আশেপাশে কোনো সতর্কবাণীও লেখা নেই। যার ফলে এগুলো চালকদের চোখ এড়িয়ে যেতে পারে।
স্থানীয়রা বলছেন, রঙ না থাকায় ছোট বড় নানা দুর্ঘটনা ঘটছে।
গতিরোধকগুলোর উচ্চতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।
এক মোটরসাইকেল চালক হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু কিছু স্পিড ব্রেকার আসলে বেশ উঁচু। গাড়ির গতি কমিয়ে উঠার চেষ্টা করলে গাড়ি স্পিড ব্রেকারের ওপর উঠতে চায় না। তাই বাধ্য হয়ে জোরে চালিয়ে উঠতে হয়ে। এ কারণে মাঝে মাঝে দুর্ঘটনার শিকারও হতে হয়।”
এ সময় প্রয়োজনের বেশি থাকা স্পিড ব্রেকারগুলো অপসারণের দাবিও জানান তারা।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সিরাজগঞ্জ।