কেন্দুয়ায় শিক্ষার্থীদের ট্যাব বিতরণ (ভিডিওসহ)

“এই ডিভাইস পেয়ে আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ।"

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয় জন শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে।

স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে মেধাবী শিশুদের হাতে এই ট্যাব তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডিজিটালশুমারি ও গৃহগণনা প্রকল্প ২০২১ এ ব্যবহৃত ট্যাবলেট পিসিগুলোকে সারাদেশের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় কেন্দুয়ায় এই পিসি বিতরণ করা হয়।

ট্যাব বিতরণী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন উপস্থিত থেকে শিশুদের মাঝে এই ট্যাব বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বলেন, “এসব ডিজিটাল ডিভাইস ব্যবহৃত হলেও এখনো ভালো অবস্থায় আছে। এছাড়া এগুলো যেহেতু সরকারি ডিভাইস তাই এর সর্বোৎকৃষ্ট ব্যবহার নিশ্চিত করতে হবে।”

ট্যাব পাওয়া একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সে বলে, “এই ডিভাইস পেয়ে আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। কারণ আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে থাকি তাদের অনলাইন ক্লাস করার জন্য একটা ডিভাইস খুব দরকার।”

পরবর্তীতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আরও বেশ কিছু ট্যাব বিতরণ করার কথা রয়েছে।

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com