
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে উপজেলা প্রশাসন এই আয়োজন করে।
নাচ, গান, একক অভিনয়, হামদ-নাথ, বিতর্ক, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হলে বিজয়ীদেরকে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় পাঠানো হবে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সিরাজগঞ্জ।