শিক্ষার্থীদেরকে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করার আহ্বান (ভিডিওসহ)

"অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে বাস্তবায়নের জন্য সকলকে কাজ করার আহ্বান জানাই।"

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদেরকে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করার আহ্বান জানিয়েছেন।

স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের মূলনীতিগুলো স্মরণ করিয়ে দিয়ে শিক্ষকরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার বার্তা দেন।

বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে স্বাধীনতার ইতিহাস বিষয়ক বই বিতরণ করা হয়।

বিদ্যালয়টির শিক্ষক গাজী মোমিন উদ্দিন বঙ্গবন্ধুর কথা উল্লেখ করে বলেন, "এই স্বাধীনতার বাহান্ন বছরের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা বলতে চাই তিনি যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা ও অসাম্প্রদায়িক সোনার বাংলার।

"অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে বাস্তবায়নের জন্য সকলকে কাজ করার আহ্বান জানাই।"

অরিত্র নামে এক শিক্ষার্থী বলে, "২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। আজকের এই দিনে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। আমরা যেমন অনেক কিছু অর্জন করেছি ঠিক তেমনি আমাদের অনেক কিছু হারাতে হয়েছে।"

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com