
মার্শাল আর্ট শিখছেন ইতি আক্তার রিয়া নামের নেত্রকোণার এক তরুণী। তিনি জেলা নারী ফুটবল দলের খেলোয়াড়। প্রিমিয়ার লীগের পাশাপাশি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনও খেলেন তিনি।
নেত্রকোণা সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী ইতির এই পথচলা অতটা সহজ ছিল না। সমাজের চোখ রাঙানি, কটূক্তি আর নানা বাধা উৎরে তিনি এগিয়ে যাচ্ছেন।
তার বাবার নাম মো. হজরত আলী ও মা রুমা আক্তার। তারা জেলা শহরের খতিবনগুয়া এলাকায় থাকেন।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইতি জানান, প্রথম যখন খেলার জন্য বাসা থেকে বের হন তখন অনেকেই অনেক কথা বলেছেন। যখন কিছুটা এগিয়ে গেছেন তখন থেকে অনেকেই এখন সমর্থন দেন, উৎসাহ দেন।
ইতি এখন শিখছেন মার্শাল আর্টের নানা কৌশল। নেত্রকোণা শহরের বারহাট্টা রোডের নাদিম মার্শাল আর্ট উশু সেন্টারে তিনি প্রশিক্ষণ নিচ্ছেন।
ইতি হ্যালোকে বলেন, “বসে না থেকে খেলাধুলায় মেয়েদের সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা করলে শরীর, মন সবই সুস্থ থাকে, ভালো থাকে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও ধরে রাখার জন্যে সব মেয়েদেরকে বলি।”
ইতির প্রশিক্ষক নাদিম আহমেদ বলেন, “ইতি ভালো ফাইটার। ১৭তম উশু চ্যাম্পিয়নশীপে অংশ নেবে। তার মুভমেন্ট, পারফর্ম্যান্স অত্যন্ত ভালো। ইতির মতো মেয়েরা যদি এগিয়ে আসে সারা বাংলাদেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন থেকে তারা অনেকটা বাঁচতে পারবে।”
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।