বড় হয়ে চিকিৎসক হতে চায় ফল বিক্রেতা শিশু (ভিডিওসহ)

খুলনা শহরের বিভিন্ন ফুটপাতে নানা রকমের মৌসুমি ফল বিক্রি করে সে।

বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে মো. শাহরিয়ার নামে ফল বিক্রেতা এক শিশু।

সে খুলনা শহরে পরিবারের সঙ্গে থাকে।

১২ বছর বয়সী শাহরিয়ার দারিদ্র্যের সঙ্গে লড়াই করলেও চালিয়ে যাচ্ছে পড়াশোনা। সে খুলনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে।

খুলনা শহরের বিভিন্ন ফুটপাতে নানা রকমের মৌসুমি ফল বিক্রি করে শাহরিয়ার।

সে জানায়, খেলাধুলার কোনো সময় নেই তার। পরিবারে অর্থের জোগান দিতেই তাকে কাজে নামতে হয়েছে।

শাহরিয়ার হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "প্রতিদিন স্কুলের পর ফল বিক্রি করতে আসি। ২০০-৩০০ টাকা লাভ হয়, তা সংসারে যায়।"

কাজের সঙ্গেই পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা তার। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে সে।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com