এই আয়োজনে ছয়টি স্টল ছিল। এসব স্টলে নানা নামের ও স্বাদের বাহারি পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা।
Published : 28 Jan 2025, 09:05 PM
লোকজ ঐতিহ্যের ধারাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাগেরহাটের পুলিশ লাইনস্ স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে স্কুল প্রাঙ্গণে 'শীতকালীন পিঠাপুলির উৎসব' শীর্ষক এই আয়োজন শুরু হয়। যা শেষ হয় রাত ৮টার দিকে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি শোভা আরিফ। এছাড়াও অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ ও স্কুলের প্রধান শিক্ষক আইরিন নাহার মলি।
এই আয়োজনে ছয়টি স্টল ছিল। এসব স্টলে নানা নামের ও স্বাদের বাহারি পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আয়োজন প্রসঙ্গে পুলিশ লাইনস্ স্কুলের সহকারী শিক্ষক আল আমিন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'প্রথমবারের মত স্কুল কর্তৃক পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সামনে এর ধারাবাহিকতা রক্ষা করা হবে।'
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।