খেয়া পারাপার করে চলে সংসার

স্কুল থেকে ঝরে পড়ার পর থেকে তার ধ্যান-জ্ঞান এই ট্রলারকে ঘিরে।
খেয়া পারাপার করে চলে সংসার

বাবার মৃত্যুতে সপ্তম শ্রেণিতেই থেমে যায় পড়াশোনা, সংসারের হাল ধরতে কৈশোরেই নৌকা চালিয়ে উপার্জন শুরু করেন ইমরান গাজী নামে খুলনার এক তরুণ।

সময়ের পরিক্রমায় সেই নৌকা চালাতে তাকে এখন বৈঠা বাইতে হয় না, চলে ইঞ্জিনের সাহায্যে। খুলনার রূপসা থানার সেনের ঘাটে ভৈরব নদে প্রতিদিন তার ট্রলার দিয়ে খেয়া পারাপার করেন ইমরান।

সে জানায়, স্কুল থেকে ঝরে পড়ার পর থেকে তার ধ্যান-জ্ঞান এই ট্রলারকে ঘিরে। ঘাটের ভাড়া দিয়ে এখন তার দৈনিক আয় চারশ থেকে পাঁচশ টাকা।

ইমরান হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অল্প বয়স থেইকাই এই জায়গায় আমার রুটি-রুজি। আর কোনো কিছু চিন্তাও করতে পারি না, কারণ সংসার আমার চালান লাগে। সারাদিন এখানে পইড়া থাকি, রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি। এভাবেই চলতে হবে।“

রুপসার আইচগাতি গ্রামের কামারপাড়ায় ছোট একটি ভাড়া বাসায় থাকে সে। পাঁচ জনের সংসার চলে তার এই খেয়া পারাপারের আয়ে।

বয়স বাড়ার সঙ্গে তার পড়াশোনার ইচ্ছাও মরে গিয়েছিল। তাই অনেকটা আক্ষেপ করেই ইমরান বলছিলেন, “সাধ থাকলেও সাধ্য নেই।”

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com