তারুণ্য মেলায় শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
Published : 20 Jan 2025, 07:01 PM
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল তিন দিনব্যাপী তারুণ্য মেলা।
এই আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি হস্তশিল্প ও শীতের পিঠাপুলি বিক্রি করে।
মেলার সমাপনী পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে শিক্ষার্থীরা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করে।
তারুণ্য মেলায় শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: শেরপুর।