'শিশুদের বেশি বেশি বই পড়তে হবে' (ভিডিওসহ)

এই আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শিশুদেরকে বেশি বেশি বই পড়ার পরামর্শ দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।

শিশুদের বই পড়ার অভ্যাস সমাজে জ্ঞানের আলো ছড়াতে পারে উল্লেখ করে জাতীয় গ্রন্থাগার দিবসের এক আয়োজনে জেলা প্রশাসক বলেন, "জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য বই পড়ার বিকল্প নেই। তাই নতুন প্রজন্মের শিশুদেরকে বেশি বেশি বই পড়তে হবে। "

জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ জিয়ারুল ইসলাম।

এই আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com