জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন করার জন্য তারা প্রথমে বেছে নেয় খুলনার বাটিয়াঘাটা অঞ্চলকে।
Published : 10 Jun 2024, 07:04 PM
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রোজেক্ট ‘উজ্জীবন’ নামের এক উদ্যোগ গড়ে তুলেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
নদী ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারানো কয়েকজন বন্ধুর দূরবস্থা দেখে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি মোকাবেলা নিয়ে কাজের আগ্রহ তৈরি হয় তাদের। তারা বুঝতে পারে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা না গেলে এই ধরনের দুর্যোগ বাড়তেই থাকবে। এই চিন্তা থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে একটি টেকসই ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে ২০২৩ সালে আটজন সদস্য নিয়ে যাত্রা শুরু করে উদ্যোগটি।
জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন করার জন্য তারা প্রথমে বেছে নেয় খুলনার বাটিয়াঘাটা অঞ্চলকে। তারা এই অঞ্চলের স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম চালায়। শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করার চেষ্টা করে তারা।
এখানের সরস্বতী বিদ্যাপীঠ নামের এক স্কুলের শিক্ষার্থীদের জন্য তারা গড়ে তোলে ‘উজ্জীবন জলবায়ু ক্লাব’। প্রশিক্ষণ পেয়ে এই ক্লাবের সদস্যরাও এখন অন্যদেরকে জলবায়ু বিষয়ে সচেতন করে।
পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমাতে তারা শিশুদের কাগজের কলম বানানো ও ফেলে দেওয়া বিভিন্ন জিনিস থেকে নতুন নতুন জিনিস বানানোর প্রশিক্ষণও দেয়।
উদ্ভাবনী চিন্তা থেকে মোটা কাপড়ের জিন্সের পোশাক থেকে টোট ব্যাগ তৈরি করে প্রোজেক্ট উজ্জীবনের সদস্যরা। জিন্সের কাপড় সহজে মাটিতে না মেশার ফলে পরিবেশের ক্ষতি করতে পারে। তাই এই কাপড়ের পুনঃব্যবহার করতে বানানো হয় টোট ব্যাগ। তারা পলিথিনের বদলে এই টোট ব্যাগ ব্যবহারের জন্য সবাইকে উৎসাহ দিয়ে থাকে।
উদ্যোগটির দলনেতা ইশতিয়াক হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমাদের থেকে প্রশিক্ষণ পেয়ে শিশুরা প্লাস্টিকের বোতল কেটে ফুলদানি, ফেলে দেওয়া জিনিস থেকে বালিশসহ বিভিন্ন ধরনের ব্যবহার্য্য জিনিস তৈরি করতে শিখেছে। শিশুদের তৈরি পণ্য নিয়ে আমরা ‘অনন্য উদ্ভাবন মেলা’ নামের একটি আয়োজনও করেছি।”
এবছর ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ আয়োজন করে ‘কার্নিভাল অফ চেঞ্জ ২০২৪’। এই আয়োজনে তরুণদের উদ্ভাবনীমূলক সেরা পাঁচটি প্রকল্প পুরষ্কার লাভ করে। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর হাতে থেকে সেরা প্রকল্পের পুরষ্কার প্রায় প্রোজেক্ট ‘উজ্জীবন’।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।