এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।
Published : 03 Feb 2025, 06:17 PM
নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়।
রোববার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে তৃতীয় শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা।
এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি) কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সাদিয়া ইসলাম।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।
এসময় শিক্ষক ও অতিথিরা পড়াশোনার গুরুত্ব, নিয়মশৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা দেন। নবাগত শিক্ষার্থীরাও নিজেদের অনুভূতির কথা জানায়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।