শীতের অনুভূতি বাড়তে থাকায় বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ।
Published : 07 Dec 2024, 07:32 PM
হেমন্তকাল শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। শীতের আগমনে নীলফামারীতে কমছে তাপমাত্রার পারদ, একই সঙ্গে কুয়াশার দাপটে সূর্যের দেখা মিলছে দেরি করে।
জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শনিবারও বেলা ১১টার দিকে মিলেছে সূর্যের দেখা। এদিন সৈয়দপুরে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।
শীতের অনুভূতি বাড়তে থাকায় বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ।
জেলার ডোমারে মোকাদ্দেস আলী নামে এক রিকশাচালকের সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক।
মোকাদ্দেস বলেন, “গত দুদিন ধরে কুয়াশার পাশাপাশি ঠান্ডাও বাড়ছে। যাত্রীও কম, তাই কাজ করতে কষ্ট হচ্ছে।”
একই কথা দিনমজুর আনোয়ার ইসলামের কণ্ঠে।
তিনি হ্যালোকে বলেন, “বেলা ৯টা-১০টার আগে সূর্যের দেখা নেই। রাস্তাঘাট ফাঁকা থাকছে, কাজ করতে পারছি না।”
হাবিবুর রহমান নামের এক ব্যক্তি বলছিলেন, “আমাদের এলাকা হিমালয়ের কাছে হওয়ায় আগে থেকেই শীত শুরু হয়। এখন কুয়াশা আর হিমেল বাতাসে সবাই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।”
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নীলফামারী।