খবরাখবর
সিরাজগঞ্জে পৌষমেলা (ভিডিওসহ)
প্রতি বছরই বড়কোয়ালিবেড় গ্রামবাসী বাঙালির ঐতিহ্যবাহী এই পৌষ মেলার আয়োজন করে।
পৌষ সংক্রান্তি উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়কোয়ালিবেড়ের একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌষ মেলার আয়োজন করা হয়।
বড়দের হাত ধরে অনেক শিশু এ মেলায় আসে। দিনব্যাপী শিশুদের পদচারণায় মুখরিত ছিল মেলা।
মেলায় জিলাপি, ঝালমুড়ি, কসমেটিকসসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা৷ এছাড়া শিশুদের বিনোদনের জন্য বসানো হয় অস্থায়ী নাগরদোলা।
প্রতি বছরই বড়কোয়ালিবেড় গ্রামবাসী বাঙালির ঐতিহ্যবাহী এই পৌষ মেলার আয়োজন করে।
পৌষ মাসের শেষ দিন এই মেলা বসে বলে একে পৌষ সংক্রান্তি মেলা বলা হয়। এ দিন অনেকে বাড়িতে পিঠা পুলির আয়োজনও করে থাকেন।
প্রতিবেদকের বয়ষ: ১৬। জেলা: সিরাজগঞ্জ।