উৎসবমুখর পরিবেশে খুলনা ইসলামিয়া কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
দিনব্যাপি এই অনুষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ, বালিশ যুদ্ধ, ভারসাম্য রক্ষাসহ নানা বিভাগে প্রতিযোগিতা হয়।
বর্তমান শিক্ষার্থী ছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরাদের জন্যও কয়েকটি প্রতিযোগিতা রাখা হয়।
স্কুলের বর্তমান শিক্ষার্থী গোলাম রাব্বি বলে, "মহামারির কারণে দুই বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়নি। তাই এটা নিয়ে আমাদের অনেক বেশি আগ্রহ ছিল। দীর্ঘ বিরতির পর এমন আয়োজনে আমরা খুবই আনন্দিত।"
স্কুলের প্রাক্তন ছাত্র মো. রাসেল আহমেদ বলেন, "এই স্পোর্টস খুলনার ঐতিহ্যবাহী। আমরা প্রাক্তনরা এই স্পোর্টসকে কেন্দ্র করে একত্রিত হই। অনেক আনন্দ করি। দীর্ঘদিন পর খেলায় অংশ নিতে পেরে ভাগ্যবান মনে করছি।"
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো. সাইফুল ইসলাম। সমাপনী দিনে এই দায়িত্ব পালন করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা।
অতিথিরা তাদের বক্তব্যে ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব দেন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।