সড়কে অটোরিকশা স্ট্যান্ড, দুর্ভোগে পথচারী

সড়কে অটোরিকশা স্ট্যান্ড করায় বাসাবোর বৌদ্ধ মন্দির এলাকার মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে।

সবুজবাগ থানাধীন বাসাবো, কদমতলা, রাজারবাগ এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে সকাল-বিকাল যাওয়া-আসা করে। তাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী ও পেশাজীবী।

প্রায় সময়ই এখানে ছোটখাট দুর্ঘটনা ঘটে থাকে। জনদুর্ভোগের এ বিষয়টি দেখার বা মানুষের কথা শোনার কেউ নেই বলে আক্ষেপ করেন এলাকাবাসী।

সম্প্রতি সরেজমিনে দেখায় যায়, পূর্ব-পশ্চিম লম্বা দুই লেনের এই সড়কের দক্ষিণ পাশটা সিএনজি চালিত অটেরিকশার দখলে। দাঁড়িয়ে থাকা অটোরিকশার দীর্ঘ লাইন বৌদ্ধ মন্দিরের ফটক ছাড়িয়ে পূব দিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। এর ফলে চলাচলকারী যানবাহনগুলোকে যেমন এক লেন দিয়েই যাওয়া-আসা করতে হয়, অন্যদিকে পথচারীরা হাঁটার রাস্তা পায় না।

এছাড়া অটোরিকশাগুলো ঘোরানোর সময় লেগে যায় যানজট।

স্থানীয় ব্যবসায়ী আশীষ কুমার দেবনাথ হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বছর খানেক ধরে এখানে অটোরিকশাগুলো ব্যাপকভাবে চলাচল করছে। এর আগে দুয়েকটা চলাচল করলেও তেমন জনদুর্ভোগ হতো না।

“কিন্তু এখন চলাচল করাই দুরূহ হয়ে পড়েছে।”  

নাম প্রকাশ না করে এক সিএনজি অটোরিকশাচালক বলেন, যেসব অটোরিকশার ঢাকার রাস্তায় চলাচলে নিষেধাজ্ঞা আছে সেগুলো বিভিন্ন গলিতে চালানো হয়।

বৌদ্ধ মন্দির থেকে রাজারবাগ কালীবাড়ি কিংবা দক্ষিণগাঁও পর্যন্ত তারা এ অটোরিকশাগুলো চালান বলে জানান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com