ইন্টারন্যাশনাল ন্যাচরাল সামিট শেষ হয়েছে

দেশে দ্বিতীয় বারের মত শুরু হওয়া ইন্টারন্যাশনাল ন্যাচরাল সামিট ২০১৬ শেষ হয়েছে।

১২ ফেব্রুয়ারি শুক্রবার নটরডেম কলেজে ইন্টারন্যাশনাল ন্যাচরাল সামিটের উদ্বোধন করা হয়।

বাংলার প্রকৃতি আর সবুজকে সারাবিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ নেয় নটরডেম ন্যাচরাল স্টাডি ক্লাব।

অনুষ্ঠানটি উদ্ভোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হ্যালোকে বলেন, “বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে শিক্ষার্থীরা বিভিন্ন ইন্টারন্যাশনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।”

এ সম্পর্কে নটরডেম কলেজের গ্রিন ইন্সপায়ারেশন ইন্টারন্যাশনাল ন্যাচরাল সামিটের কো-অরডিনেটর বলেন, আমরা অনেক অনেক সফল। অনেক দেশ বাংলাদেশকে অনুকরণ করে গ্রিন ইন্সপায়ারেশনের উদ্যোগ নিয়েছে।

নেপালের পোখারার গান্দাকি হাইয়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক খাদাক রাজ বলেন, '' বাংলাদেশে এসে আমার মনে হচ্ছে আমি নেপালেই আছি।

"আমি অনেক উৎসাহ পেয়েছি। আশা করি পরিবেশ রক্ষা করতে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাব।"

বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশের চারশ ১৪ জন শিক্ষার্থী এই সামিটে অংশ নেয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com