বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব শেষ হয়েছে।

ঢাকার রমনা বটমূলে এই উৎসব হয়। 

শুক্রবার সকাল নয়টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ আমন্ত্রিত অতিথিদের নিয়ে  উৎসবের উদ্বোধন করেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ,  লেখক ও অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালসহ অনেকে। 

২০১৫ সালে আয়োজিত বইপড়া কর্মসূচিতে ঢাকা মহানগরীর ১১৫টি স্কুল থেকে অংশগ্রহণকারী ৪০ হাজার ছাত্রছাত্রীর মধ্যে ছয় হাজার চারশ ৭১ জন ছাত্রছাত্রী এই পুরস্কার পায়।

‘সেরাপাঠক পুরস্কার’, ‘অভিনন্দন পুরস্কার’, ‘শুভেচ্ছা পুরস্কার’, ‘স্বাগত পুরস্কার,’ এই চারটি বিভাগে প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হয়।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “বই মানুষের হৃদয়কে সুন্দর করে, জীবনকে সমৃদ্ধ করে। তোমরা বই পড়ে হৃদয়কে সমৃদ্ধ করার মাধ্যমে দেশকে উন্নত করবে এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরো বলেন, “ফেইসবুক, টুইটার কখনও বইয়ের স্থান নিতে পারবে না। মানুষ আবার বইয়ের কাছে ফিরে আসবে।”

সারা দেশের ১৯ লক্ষ ছাত্রছাত্রী এই কার্যক্রমে অংশ নিয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com