‘মনের কথা’ নিয়ে ইউনিসেফের প্রচারভিযান

কিশোর-কিশোরীদের নিজের মনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ।
‘মনের কথা’ নিয়ে ইউনিসেফের প্রচারভিযান

মানসিক স্বাস্থ্য নিয়ে এই প্রচারভিযানে অংশ নিতে মন খারাপের সময় কোন জিনিসটি সবচেয়ে বেশি সাহায্য করে তার জবাব লিখে কিংবা নিজের যেকোনো কথা, লেখা, আঁকা, ছবি বা ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে বলা হয়েছে।

ইউনিসেফ জানিয়েছে, ওই পোস্টে #OnMyMind হ্যাশট্যাগ ব্যবহার করে ইউনিসেফ বাংলাদেশকে মেনশন করতে হবে এবং পাঁচজন বন্ধুকে ট্যাগ করতে হবে।

কিশোর-কিশোরীদের আহ্বান জানানো হয়েছে, অন্যান্য বন্ধুদেরকেও নিজের মনের কথা বলার অনুপ্রেরণা যোগাতে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com