আত্মরক্ষায় কারাতে শিখছে কিশোর কিশোরীরা

মৌলভীবাজারের বড়লেখায় আত্মরক্ষার কৌশল হিসেবে কারাতে শিখছে কিশোর কিশোরীরা।
আত্মরক্ষায় কারাতে শিখছে কিশোর কিশোরীরা

মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর পরিচালিত কিশোর কিশোরী ক্লাবের আত্মরক্ষার এবং ইভটেজিং প্রতিরোধের এই প্রশিক্ষণে উপজেলার অনেকেই যুক্ত হয়েছে।

প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে কারাতে ক্লাস, যা শুরু হয় মার্চের প্রথম সপ্তাহে। 

শিমু দাস নামে এক কিশোরী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "আগে কারাতে সম্পর্কে অনেক শুনেছি আজ আমি কারাতে শিখছি। আমার খুব ভালো লাগতেছে, আমি ভীষণ খুশি।"

আব্দুল্লাহ আল মাহিন নামে এক কিশোর বলে, "কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে আমরা কারাতে শিখছি। এতে করে বিভিন্নসময় কোনো বিপদে পড়লে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব। আমি মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরকে ধন্যবাদ জানাতে চাই এমন উদ্যোগের জন্য।"

উপজেলার কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার খালেদা ফরিজ হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের সকল ক্লাবের পাশাপাশি আমাদের বড়লেখার ক্লাবগুলোতেও কারাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে ক্লাব সদস্যরা বিশেষ করে মেয়েরা কোনো ইভ টিজার বা ছিনতাইকারীর কবলে পড়লে নিজেকে সহজে রক্ষা করতে পারবে।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com