তানভির দোকানেই 'খুঁজবে' ঈদ আনন্দ

দোকানে কাজের মধ্যেই ঈদের আনন্দ খুঁজে নেওয়ার কথা বলছে ১১ বছর বয়সী তানভির ইসলাম।
তানভির দোকানেই 'খুঁজবে' ঈদ আনন্দ

ঈদের আনন্দ যে বয়সটাকে সবচেয়ে বেশি আন্দোলিত করার কথা তখন পুরো পরিবারের দায়িত্ব এই ছোট্ট কাঁধে।

ঈদের দিন সকালে রাজধানীর রামপুরায় একটি মুদি দোকানে কথা হয় তার সঙ্গে। সে জানায়, এবার ঈদে তার ছুটি মেলেনি তাই গ্রামে যাওয়ার সুযোগ হয়নি।

তানভির হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, "কষ্ট তো লাগতাছেই। আম্মারে দেহি না অনেক দিন দইরা। বাড়িত থাকলে অটো ভাড়া কইরা বন্দু-বান্দব লইয়্যা গুড়ি আর ঈদ করি।"

সে যোগ করে, "এনেও ভাল্লাগবো। যারা আয়তাছে সবাইরে কইতাছি ঈদ মোবারক। সেলামিও পাইছি। দুফুরে এনেই পোলাও খামু। সইন্দা বালা দোহান থেইক্কা একটা ঠাণ্ডা খাইতে কইছে মালিক।"

ময়মনসিংহের গফরগাঁওয়ে মা ও দুই ভাই বোনকে নিয়ে তাদের পরিবার। বাবার মৃত্যুর পর তানভিরকেই নিতে হয়েছে সংসারের দায়িত্ব।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com