ইফতার নিয়ে পথে পথে

শ্রমজীবী, পথশিশু ও ইফতারের সময় জরুরি কাজে বাইরে থাকা মানুষদের জন্য মাস জুড়ে পথেই ইফতারের আয়োজন করছে কিশোর ও তরুণদের একটি সংগঠন।
ইফতার নিয়ে পথে পথে

রাজধানীর শান্তিনগর, কাকরাইল, পল্টন মোড় ও মালিবাগ রেলগেইটে পড়ন্ত বিকালে ইফতার সাজিয়ে বসে তারা।

'সাম্যতা' নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে রোজার মাস জুড়ে একদিন পর পর চলছে তাদের এই আয়োজন। 

স্বেচ্ছাসেবীরা জানিয়েছে, 'সংযমের রমজান ২০২২' নামে একটি প্রকল্পের আওতায় এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষকে ইফতার ও সেহেরি করানো হয়েছে। এছাড়াও অসহায় মানুষদের নিয়ে তাদের বেশ কয়েকটি কার্যক্রম অব্যাহত আছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতাদের একজন ইসমাত রহমান সায়েম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের আরেকজন কো-ফাউন্ডার সাকিবের আইডিয়া অনুযায়ী এই প্রকল্পটি শুরু করি। আমরা বিরিয়ানি, ভাজা, ফল, খাবার পানিসহ আরও বেশ কয়েকটি আইটেম বিতরণ করছি।"

স্বেচ্ছাসেবীদের কৃতিত্বে প্রতিটি কাজই সফলভাবে সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com