জমে উঠেছে সুনামগঞ্জ বাণিজ্য মেলা (ভিডিওসহ)

‘স্বাস্থ্যবিধি মেনে’ সুনামগঞ্জ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে সরকারি জুবিলী স্কুল সংলগ্ন মাঠে জমে উঠেছে হস্ত কুঠির শিল্প বাণিজ্য মেলা ২০২২।
জমে উঠেছে সুনামগঞ্জ বাণিজ্য মেলা (ভিডিওসহ)

শিশু কিশোরসহ সব বয়সী মানুষ ভিড় করছে মেলায়। মহামারির প্রকোপে গত দুই বছর মেলা না হওয়ায় এবার সবার উৎসাহ একটু বেশি বলে জানাল দর্শনার্থীরা।

মেলায় ঘুরতে আসা বিলকিস বেগম নামের একজন নারী বলেন, “অনেক দিন ধরে করোনার কারণে আমরা এরকম মেলায় আসতে পারি নাই। শিশুরা খুব উপভোগ করেছে মেলা। আমরাও স্বল্প মূল্যে অনেক কিছু কিনতে পেরেছি।”

সন্তানকে নিয়ে মেলায় ঘুরতে এসেছেন রুবেল নামের আরেক ব্যক্তি। তিনি জানান বাচ্চারা খুব আনন্দ পেয়েছে। তাদেরও ভালো লেগেছে মেলার পরিবেশ।

এবারে মেলায় বিভিন্ন পণ্যের পসরা নিয়ে মোট ৯৬ টি স্টল বসেছে। 

বিক্রেতারা বলছেন ভালো সাড়া পেতে বিভিন্ন পণ্যে বিশেষ মূল্য ছাড় দিচ্ছেন তারা।

ইমরান নামের একজন পোশাক বিক্রেতা বলেন, “দোকানের চেয়ে মেলায় ১০০থেকে ১৫০ টাকা ছাড়ে বিক্রি করছি।”

অনেকে বিক্রেতা বলছেন করোনাভাইরাসের সংক্রমণের কথা ভেবে অনেকেই আসছেন না। তবে সামনে আরো বেশি বিক্রি হবে বলে আশা করছেন তারা। 

বিভিন্ন স্টলের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য মেলায় আছে শিশু কর্নার। সেখানে তাদের জন্য জাম্পিং জোন, ওয়াটার বল, নৌকা, ট্রেন,  দোলনাসহ বিভিন্ন রাইড।

মেলায় আগতদের নিরাপত্তা দিতে  সিসি টিভি ক্যামেরা লাগানোসহ আইনশৃঙ্খলা রক্ষায়  তৎপর  সুনামগঞ্জ জেলা পুলিশ। এছাড়া মেলায় বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থাও রয়েছে।

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলে মেলা।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com