শীতের পিঠাই আয়ের উৎস (ভিডিওসহ)

শীতকালে শহরাঞ্চলে রাস্তার পাশে বিভিন্ন ধরণের পিঠার দোকান দেখা যায়। এসব দোকানে মূলত ভাপা পিঠা, তেলের পিঠা ও চিতই পিঠা পাওয়া যায়।
শীতের পিঠাই আয়ের উৎস (ভিডিওসহ)

নিম্নআয়ের অনেকেই সংসার চালাতে এসময় পেশা হিসেবে বেছে নেন পিঠা বিক্রিকে। রাজধানীর মিরপুর ৬ নম্বর রোডের কয়েকটি পিঠার দোকান মালিকের সঙ্গে কথা বলে হ্যালো।

মালেহা বিবি নামের একজন পিঠা বিক্রেতা বলেন, “আমার স্বামী নাই। এই পিঠা বিক্রি কইরা মনে করেন খাইয়া পইরা চলতে পারি।”

ওই রোডের আরেক বিক্রেতা জানান মহামারির সময় তিনি বেকার হয়ে পড়েছিলেন। কিন্তু পিঠা বিক্রি করে বর্তমানে ভালো আছেন। দিনে পাঁচ থেকে ছয়শ টাকা তার আয় হয়।

সাধারণত বিকাল চারটা থেকে রাত এগারটা পর্যন্ত পিঠা বিক্রি করেন তারা।

আরেক জন পিঠা বিক্রেতার সাথে কথা বললে তিনি বলেন, “আমার এখান থেকে যা আয় হয় তা দিয়ে আমার সংসার চলে, ঘর ভাড়া দেই, খাই, দুইটা মেয়েকে মাদ্রাসায় পড়াই।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com